সময় সংবাদ ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে ভালো এবং উন্নতির দিকে রয়েছে।
রোববার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও মেডিকেল বোর্ডে নেতৃত্বে থাকা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো এবং উন্নতির দিকে রয়েছে। তবে এখনি তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। আরো দুই থেকে তিনদিন হাসপাতালে থাকতে হবে তাকে। এরপর বাসায় ফেরার ছাড়পত্র দেওয়া হতে পারে।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কিছু সমস্যা অনুভব করায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল শনিবার সকালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের ১০ সদস্যের বৈঠক হয়। সেই বৈঠক থেকে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। নতুন করে রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে, ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করা হয়। তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা। তার মধ্যে একটি অপসারণ করা হয়েছিল। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন তিনি। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ২০২০ সালে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।
