প্রতিপক্ষের কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে হুমকি, আটক ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

প্রতিপক্ষের কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে হুমকি, আটক ৩



বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের কর্মীকে রাতে বাড়ি থেকে ডেকে এনে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।




স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ঘোষপুর ইউনিয়নের আ'লীগ মনোনীত প্রার্থী ও আ'লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীর ইউনিয়নের লংকারচর নিবাসী দুই কর্মীর মধ্যে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বচসা হয়। ওই দুই কর্মী হলেন আ'লীগ মনোনীত প্রার্থী এস এম ফারুক হোসেনের সমর্থক আশরাফুল ইসলাম চমৎকার এবং বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন নবাবের সমর্থক সাহিদুল। 



এ ঘটনার জেরে ওইদিন রাত ১০টার দিকে সাহিদুল ফোনে আশরাফুল ইসলাম চমৎকারকে তার গরুর খামারে ডেকে আনেন। উভয়ের মধ্যে উত্তপ্ত কথাবার্তার এক পর্যায়ে সাহিদুল ও তার সঙ্গীরা চমৎকারকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারতে উদ্যত হন। চমৎকারের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ খামারের মালিক সাহিদুল ও তার সঙ্গী মাসুদ, সুমনকে আটক করে। 



উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা আ. রব খান জানান, বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন নবাবের কর্মী সাহিদুল ও তার সঙ্গীরা নেশাখোর। ঘটনার দিন খামার থেকে পুলিশ দেশীয় অস্ত্র, ফেনসিডিল ও সিগারেটের বাক্সের মধ্যে থাকা গাঁজা উদ্ধার করেছে।



এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, উভয়পক্ষ স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করবে, এই মর্মে অঙ্গীকার করায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here