পাথরের খনি ধসে নিহত ১,নিখোঁজ ৭০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

পাথরের খনি ধসে নিহত ১,নিখোঁজ ৭০




আন্তর্জাতিক ডেস্কঃ



মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি পাথরের খনি ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ খনি ধসের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।


উদ্ধারকারী দলের সদস্য কো নি জানান, খনি ধসে শতাধিক শ্রমিক নিখোঁজ হয়েছেন। প্রায় ২০০ সদস্য তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। 


জানা গেছে, হাকান্ত এলাকায় পাথর খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয়রা বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় খনিতে কাজ করে।


মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনিশ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।


২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে বড় দুর্ঘটনা।


উল্লেখ্য, মায়ানমার বিশ্বের সবচেয়ে বড় জেড পাথরের উৎস। তবে এ খনিগুলো বছরের পর বছর ধরে অসংখ্য দুর্ঘটনা দেখেছে। 

Post Top Ad

Responsive Ads Here