জেলা প্রতিনিধিঃ
বগুড়া শহরের চেলোপাড়া রেলব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান নামে ২৫ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় রেলওয়ে পুলিশ।
নিহত আতাউর জেলার শাজাহানপুর উপজেলার বাঁশকুটা গ্রামের হাছান আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আজম জানান, ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আতাউর নিহত হন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
