জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ আগুনে একটি বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাতে কসবা পুরাতন বাজারের মৌলভী রহমত উল্লাহ মার্কেটে এ ঘটনা ঘটে। রাতেই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, ইউএনও মাসুদ-উল আলম, পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, রাত ৯টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ইলেকট্রিক, সেলুন ও হার্ডওয়্যারসহ ১২টি দোকান পুড়ে যায়।
কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কসবা ফায়ার সার্ভিসের লিডার আবদুল কাদের বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা কাজ করে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।