আলফাডাঙ্গায় নৌকা প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২০, ২০২১

আলফাডাঙ্গায় নৌকা প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত




আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 



ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানের (আসাদ মাস্টার) নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৯ ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিটা ভাসমান সেতু সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় বক্তব্য দেন, টগরবন্দ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা খানম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শাহিনুর রহমান, মো. তুহিনুর রহমান মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোমিনুল রহমান চুন্নু।


সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনা টগরবন্দ ইউপি নির্বাচনে আসাদ মাস্টারকে মনোনয়ন দিয়েছেন। তাকে প্রার্থী করে আমাদের কাছে পাঠিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর বিরুদ্ধে যাওয়া মানে দলের সাথে বেঈমানী করা; নেত্রীর সাথে বেঈমানী করা। আওয়ামী লীগের কোন কর্মী নেত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেনা। আমাদের প্রার্থী কে সেটা বিষয় না; নৌকা প্রতীক নেত্রী কাকে দিয়েছেন সেটা বড় বিষয়। আওয়ামী লীগ বৃহৎ একটি দল। এখানে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের সকল কর্মী দলের সিদ্ধান্তের ব্যাপারে সব সময় এক। তাই আসুন সকলে সকল মান অভিমান ভুলে একসাথে নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়ি। বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করি।


এসময় সভায় টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সভযোগী সংগঠনের সভাপতি-সাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here