কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় বালুবাহী ট্রাক উল্টে পড়ে মো: রাকিবুল (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত: ঘোষণা করেন। মৃত: রাকিবুল পার্শ্ববর্তী আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মো: জাহাঙ্গীর প্যাদার ছেলে বলে পুলিশ সূত্রে জানা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম গনমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।