আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
চতুর্থ ধাপের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. খালিদ মোশারোফ রঞ্জুর এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের বেড়িরহাট বাজারে এ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা কয়েক হাজার ভোটার জনতা এ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি জনসমূদ্রে পরিণত হয়ে আনারস মার্কার স্লোগানে স্লোগানে বেড়িরহাট বাজার মুখরিত ও কম্পিত করে তোলে। পরে বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে ধুলজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে মিছিলটি সমাপ্ত হয়।
এসময় মো. খালিদ মোশারোফ রঞ্জু বলেন, জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে উন্নয়নের প্রতীক আনারস মার্কায় ভোট দিন। মানুষ এখন উন্নয়ন চায়, পরিবর্তন চায়। পরিবর্তনের মার্কা আনারস। পাঁচুড়িয়া ইউনিয়নবাসীর সকল মানুষের জীবনমান উন্নয়ন সহ রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন করে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলা হবে। তাই দলমত নির্বিশেষে আগামী ২৬ ডিসেম্বর আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।