সালথায় বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

সালথায় বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উদ্বোধন



সালথা ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরের সালথায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে বীর নিবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৫নং সোনাপুর ইউনিয়নের চর বাঙ্গাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাকা কারিগরের বাড়িতে এই বীর নিবাস প্রথম উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষিবিদ ও সমাজ সেবক শাহাদাব আকবর চৌধুরী (লাবু)। 




আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব শফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী মাহমুদ আরশাফ টুটু সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। 


এ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, উপজেলার অসচ্ছল ১৩ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রলালয়ে পাঠানো হয়। পরে যাচাই-বাছাই করে অসচ্ছল (যাদের জমি আছে ঘর নেই) এমন ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।




তিনি আরও বলেন, প্রতিটি বীর নিবাস নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬শত ১৮ টাকা। প্রকৃতপক্ষে যে সকল মুক্তিযোদ্ধা অসচ্ছল সেসব মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন। পর্যায়ক্রমে অসচ্ছল বাকি বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির বরাদ্দ আসবে।

Post Top Ad

Responsive Ads Here