আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২০, ২০২১

আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার


 

জেলা প্রতিনিধিঃ


কক্সবাজারের চকরিয়ায় নৌকার বিপক্ষে অবস্থান ও ছোট ভাইকে স্বতন্ত্র প্রার্থী করায় আওয়ামী লীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-হারবাং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম। অপরজন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দ নূর।


রবিবার সন্ধ্যায় হারবাং করমুহুরী পাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তাদের সাময়িক বহিষ্কারের বিষয়টি জানান।


জানা যায়, চতুর্থ দফায় ইউপি নির্বাচনে হারবাং ইউনিয়নে নৌকা না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান মিরানুল ইসলাম তার ছোট ভাই জাহেদুল ইসলামকে স্বতন্ত্র প্রার্থী করেছেন। একইভাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দ নূর বিদ্রোহী প্রার্থী হয়েছেন নৌকার বিপক্ষে গিয়ে। অভিযোগ উঠেছে, মিরানুল ইসলাম জামায়াত সমর্থিত প্রার্থী জহির উদ্দিন আহমদ বাবরের পক্ষে ভোট প্রার্থনা করছেন।


এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, হারবাং ইউনিয়নে নৌকার পক্ষে কাজ না করে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী দুই জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।



অন্য ইউনিয়নে নৌকার বিরোধিতাকারীদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here