জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ কিনে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় ৩০ বছর বয়সী নুর ইসলাম নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চক আবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম আদমদীঘির সান্তাহার মাছের আড়ৎ থেকে মাছ কিনেন। মাছগুলো একটি পাতিলে নিয়ে সাইকেল চালিয়ে নওগাঁর বদলগাছী উপজেলায় নিজ গ্রামে ফিরছিলেন তিনি। পথে আদমদীঘির বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সড়কে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাক্টর রেখে চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নুর ইসলাম মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
