দেশের তিন বিভাগে শৈত প্রবাহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২০, ২০২১

দেশের তিন বিভাগে শৈত প্রবাহ


  


নিজস্ব প্রতিবেদকঃ


দেশের তিন বিভাগের বেশিরভাগ জায়গাতেই বইছে শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকাতেও পড়েছে পুরোপুরি শীতের আমেজ। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হাঁড়কাপানো শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


তিনি আরো বলেন, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা এরই মধ্যে বেশে কমেছে। 


রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। 









অন্যদিকে তেঁতুলিয়ায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরো কমে আসতে পারে। 


এদিকে তীব্র শীতে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। প্রচণ্ড শীতের কবলে তারা ঘরের বাইরে বের হতে পারছেন না। এছাড়া শীত নিবারণের চেষ্টায় সোমবার ভোরে চুয়াডাঙ্গা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে নিম্ন আয়ের মানুষগুলোকে দেখা গেছে।


এছাড়া তীব্র শীতের কারণে গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুসহ প্রায় ২০০ রোগী ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here