বাসটি উল্টে খাদে পড়ে যায় |
নিজস্ব প্রতিবেদকঃ
বরগুনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ১২ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের ঢাকা-বরগুনা মহাসড়কের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় সোনারতরী পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। রোববার সকালে ঢাকা-বরগুনা রুটের গলাচিপা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের ২৫ যাত্রীর মধ্যে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন গুরুতর আহত হয়েছেন।
পরে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। তবে তারা সময়মতো পৌঁছায়নি। তাই বিধ্বস্ত বাসে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। সবাইকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনকে বরিশালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ