ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস (কোভিড -১৯) এর প্রাদুর্ভাব গত 24 ঘন্টায় বিশ্বব্যাপী কমপক্ষে 6,358 জন মারা গেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা আড়াই হাজার কমেছে। বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯ হাজার ৮৪ জনের।
একই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৯৫ হাজার ৬৯৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬ লাখের বেশি। ফলে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৯৬ লাখ ৮ হাজার ৫৭১ জন।
রবিবার সকালে করোনাভাইরাস-সংক্রমিত, মৃত্যুহার এবং পুনরুদ্ধারের ওয়েবসাইট ওয়ার্ল্ডডোমিটারস এই তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো, ব্রাজিল এবং পোল্যান্ড।
গত 24 ঘন্টায়, ফ্রান্সে নতুন করে 3,79,320 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 18 জনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত এ দেশে ১ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৬১৮ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫১৪ জনের।
অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন, মারা গেছেন ৮৪১ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ, যেটি এখন পর্যন্ত 6,17,26,558 জনকে সংক্রমিত করেছে এবং 6,723 জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে প্রতিদিনের হতাহতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬১ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২১২ জন। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৪৩৩ জন।
গত দিনে যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ২৯৮ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত এ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৪৬ জন, মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬৯ জনের। একই সময়ে, কলম্বিয়াতে 26,026 জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং 199 জন মারা গেছে।
জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৯০৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে ইউরোপের এই দেশে 6,41,075 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 1 লাখ 17,323 জন মারা গেছেন। একই সময়ে, ইউক্রেনে 22,463 জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং 138 জন মারা গেছে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় তৃতীয় এবং দ্বিতীয় সবচেয়ে মারাত্মক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩৩২ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৪৬ জন। অন্যদিকে, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ২০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৯৮৯ জন।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশটি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৯২ লাখ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৪২২ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৪ জন, পোল্যান্ডে ১৯৩ জন, কানাডায় ১৩৩ জন, আর্জেন্টিনায় ১৩৪ জন, ভিয়েতনামে ১৫৩ জন এবং মেক্সিকোতে ৩৩১ জন মারা গেছেন।
চীনের উহানে 2019 সালের ডিসেম্বরে করোনাভাইরাসের প্রথম কেস ধরা পড়ে। এরপর, 11 মার্চ, 2020-এ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে "বৈশ্বিক মহামারী" ঘোষণা করে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ