রাত পোহালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

রাত পোহালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন

 

রাত পোহালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন


হারুন অর রশিদ, দোয়ারাবাজারঃ

রাত পোহালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্ষন্ত প্রচারণায় মাঠে রয়েছে ৪ প্রার্থী। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলায় মোট ভোটার রয়েছে ১৬৯২২৬ জন। এর মধ্যে ৮৫৬৮১ জন পুরুষ ভোটার ও ৮৩৫৪৫ জন মহিলা ভোটার রয়েছে।

মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ না থাকলেও আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে মাঠে রয়েছেন মো. নুরুল ইসলাম। জাতীয় পাটির লাঙ্গল প্রতিক নিয়ে মাঠে রয়েছেন মো. আবু সালে. কাপ-পিরিচ প্রতিক নিয়ে  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, আনারস মার্কা প্রতিক নিয়ে বিএনপি বিদ্রোহী প্রার্থী রয়েছেন এম এ বারী। 

                    

নির্বাচনী মাঠ জরিপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে। এবার নির্বাচনকে সামনে রেখে অনেকেই রাতারাতি অবস্থান পরিবর্তন করে, নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে নৌকাকে হারাতে মাঠে কাজ করছেন অনেকে। তবে নৌকাকে বিজয়ী করতে দলীয় কোন সিনিয়র নেতৃবৃন্দকে  দেখা জায়নি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here