আলফাডাঙ্গায় শীতার্তদের পাশে যুবলীগ নেতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

আলফাডাঙ্গায় শীতার্তদের পাশে যুবলীগ নেতা

 

আলফাডাঙ্গায় শীতার্তদের পাশে যুবলীগ নেতা


আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

ফরিদপুরের আলফাডাঙ্গায় গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। এতে জেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানের অসহায়, ছিন্নমূল মানুষগুলোর শীতবস্ত্রের অনেক প্রয়োজন ছিল। তাই তো রাতের আঁধারে এসব শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র নিয়ে ছুটে যান মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) নামে এক যুবলীগ নেতা।


মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন যুবলীগ নেতা আশিক শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, ছিন্নমূল মানুষের কাছে। নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন তিনি। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তারা তাদের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে আসায় যুবলীগ নেতা আশিকের জন্য দোয়া করেন। 


আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া জানান, 'করোনা সংক্রমণ বিস্তাররোধে কঠোর লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করে প্রশংসায় এসেছেন আশিক। এবার সে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়া আশিক দলীয় সব কর্মকাণ্ডেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।'


এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) বলেন, 'কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। কিন্তু চরম বিপাকে পড়েছে অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা। কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। শীত মৌসুমে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।'

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here