জয়পুরহাটে কালো ব্যাজ পরে অফিস করছেন,ইউঃ ভুমি কর্মকতারা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

জয়পুরহাটে কালো ব্যাজ পরে অফিস করছেন,ইউঃ ভুমি কর্মকতারা

 

জয়পুরহাটে কালো ব্যাজ পরে অফিস করছেন,ইউঃ ভুমি কর্মকতারা
জয়পুরহাটে কালো ব্যাজ পরে অফিস করছেন,ইউঃ ভুমি কর্মকতারা


জয়পুরহাট প্রতিনিধিঃ

উন্নিত বেতন স্কেল বাস্তবায়নে স্থগিতাদেশ প্রত্যাহার ও  ইউনিয়ন  ভুমি অফিসে জনবল সংকটের দাবিতে জয়পুরহাটে ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি ১৭- ২০ জানুয়ারি পর্যন্ত জেলার ৩১ ইউনিয়ন ভুমি অফিসে সহকারী ভুমি কর্মকর্তারা স্ব স্ব অফিসে পালন করেছে।

বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যান সমিতির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন বলেন, এ জেলার ৩১টি ইউনিয়ন ভূমি অফিসে মোট ৬২ জন কর্মরত থাকবে। সেখানে বর্তমানে কর্মরত আছেন ভূমি সহকারী কর্মকর্তা ১৩ জন ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা ১০ জন। মোট ২৩  জন জনবল দিয়ে চলছে জেলার ৩১ টি ইউনিয়ন ভুমি  অফিস। যা শতকরা হিসেবে ৩৭ ভাগ,৩৭ ভাগ জনবল নিয়ে ই- নামজারি, ই- ভূমি উন্নয়ন কর, ভূমি তথ্য ব্যাংক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা কাংখিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। দ্রুত জনবল ও উন্নিত বেতন স্কেল বাস্তবায়নে স্থগিত আদেশ প্রতাহার করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।



সময়/নাজ

Post Top Ad

Responsive Ads Here