বসত বাড়ির মেইন গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘির সান্তাহারে আবারও বসত বাড়ির মেইন গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২৫ জানুয়ারী গভীর রাতে উপজেলার সান্তাহার প্রবাসী পাড়ায় এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক সাগর হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সান্তাহার প্রবাসী পাড়ার বাসিন্দা মোটরসাইকেল মালিক সাগর হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাত ১০ টায় বাসার বারান্দায় মোটরসাইকেল রেখে মেইন গেটের তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে জাগা পেয়ে তিনি দেখেন বাড়ির সদর মেইন গেটের তালা ভেঙ্গে চোর তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার ৭দিন পূর্বে সান্তাহার রথবাড়ি এলাকার একটি বাসা থেকে ইউপি চেয়ারম্যান ও এক শিক্ষকের দুটি মোটরসাইকেল চুরি যায়। এ রির্পোট লেখা পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম চুরি বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধার তৎপরতা চলছে।