বিদায়ী ডিসি ২ জনকে ব্যাটারী চালিত রিক্সা উপহার দিলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

বিদায়ী ডিসি ২ জনকে ব্যাটারী চালিত রিক্সা উপহার দিলেন

বিদায়ী ডিসি  ২ জনকে ব্যাটারী চালিত রিক্সা উপহার দিলেন


পিরোজপুর প্রতিনিধি :

কর্মস্থলে বিদায় বেলায়ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার হিসেবে দুজনকে ব্যাটারী চালিত রিক্সা তুলে দিলেন পিরোজপুরের বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসন। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাসসেবা অধিদপ্তরের সহায়তায় জেলা প্রশাসন ও জেলা সমাসসেবা অধিদপ্তরের সহায়তায় বিদায়বেলায় দু’জন অসহায় দিনমজুরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার হিসেবে দুটি ব্যাটারী চালিত রিক্সা তুলে দেন বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসন। 


এ সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। অতিরিক্ত জেলা সার্বিক চৌধুরী রওশন ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, রুপালী ব্যাংক হুলারহাট শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। 


জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম বলেন, দির্ঘ তিন বছর তিন মাস ধরে পিরোজপুরের মানুষদের জন্য কাজ করেছেন আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্যার। আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্যার পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর, করোনা কালীন প্রধানমন্ত্রী ত্রানতহবিলের সহায়তা, প্রতিবন্ধিদের সহায়তা, বৃদ্ধভাতা সহ জেলার মানুষদের জন্য বিভিন্ন ভাবে কাজ করেছেন। এছাড়া করোনাকালে অসহায়দের বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সহায়তা জেলার বিভিন্ন হাট-বাজারের হোটেল-রেষ্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তার বেওয়ারিশ কুকুরসহ মানুষিক প্রতিবন্ধীদের জন্য নিয়মিত খাবারের আয়োজন করে একজন মানবিক ডিসি হিসেবে পরিচিতি লাভ করেন। 


উল্লেখ্য, (০৫ জানুয়ারি) বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দিপু মনির একান্ত সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মাদ জাহিদুর রহমানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here