সালথার বল্লভদী‌তে অসহায়‌দের মা‌ঝে কম্বল ও হুইলচেয়ার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

সালথার বল্লভদী‌তে অসহায়‌দের মা‌ঝে কম্বল ও হুইলচেয়ার বিতরণ

সালথার বল্লভদী‌তে অসহায়‌দের মা‌ঝে কম্বল ও হুইলচেয়ার বিতরণ
সালথার বল্লভদী‌তে অসহায়‌দের মা‌ঝে কম্বল ও হুইলচেয়ার বিতরণ


সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপু‌রের সালথা উপ‌জেলার বল্লভদী‌তে অসহায় শীতার্থদের মা‌ঝে কম্বল ও প্রতিবন্ধী‌দের মা‌ঝে হুইল‌চেয়ার এবং বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা শে‌ষে ঔষধ বিতরণ করা হ‌য়ে‌ছে। জা‌মে মস‌জিদ ব্লাক‌বোর্ণ ইউ‌কে এর অর্থায়‌নে, মুস‌লিম ও‌য়েল‌ফেয়ার ইন‌স্টি‌টিউট ইউ‌কে এর বাস্তবায়নে এবং ইসলাহুল মুস‌লিমিন প‌রিষ‌দ বাংলা‌দে‌শ এর তত্বাবধায়‌নে বুধবার (২৬ জানুয়া‌রি) দিন ব‌্যাপী বল্লভদী ইউ‌নিয়ন প‌রিষদ চত্ত‌রে কম্বল, হুইল‌চেয়ার বিতরণ এবং আব্দুল আ‌লিম ফ‌রি‌দি এর নিজ বা‌ড়ি‌ বল্লভদী‌তে বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা শে‌ষে ঔষধ বিতরণ করা হয়।



বল্লভদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান শা‌হিন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে অসহায়‌ শীতার্থদের হা‌তে কম্বল ও প্রতিবন্ধী‌দের হা‌তে হুইল‌চেয়ার তু‌লে দেন বি‌শিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরা‌গি আব্দুল আ‌লিম ফ‌রিদি। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্কাস আ‌লি, সমাজ সেবক মোঃ ম‌জিবুর রহমান, আয়কর আইনজীবী শাহআলম খান তু‌হিন, ছাত্রলীগ নেতা র‌নিস খান মুন্না প্রমূখ। এছাড়াও ইউ‌পি সদস‌্য ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তি বর্গ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চলনা ক‌রেন, বল্লভদী ইউ‌পি স‌চিব মোঃ সে‌লিম লস্কর।



এসময় প্রায় তিন শতা‌ধিক অসহায় শীতার্থ‌দের মা‌ঝে কম্বল, ১০ জন অসহায় প্রতিবন্ধী‌কে হুইল‌চেয়ার ও অসহায় সাধারণ মানুষ‌কে চি‌কিৎসা সেবা শে‌ষে তা‌দের মা‌ঝে প্রয়োজ‌নিয় ঔষধ বিনামূ‌ল্যে বিতরণ করা হয়।






Post Top Ad

Responsive Ads Here