ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে অর্ধ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকয়ের নির্দেশে মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করছে আরএমপি পুলিশ।
একটি প্রেস রিলিজের মাধ্যম গনমাধ্যকে জানান, গতকাল গভির মঙ্গলবার গভির রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটিম রাত ১০.৩০ টার সময় রায়পাড়া মোড়ে সন্দিগ্ধ মোটরসাইকেল আরোহীকে দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। ওই সময় পুলিশ আসামী মোঃ মিঠু রানা (২৭)কে একটি মোটরসাইকেলসহ আটক করেন। আটককৃত ব্যাক্তি হলো মোঃ মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে।
ওই অভিযানটি পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম। তবে সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজে , ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, এসআই শাহীনুর ইসলাম সকলের প্রচেষ্ঠায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে ৫ টি হেরোইন প্যাকেটে উদ্ধার করা হয় যার মোট ওজন ৫০০ গ্রাম। বর্তমান বাজর মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরএমপি প্রেস রিলিজে জানিয়েছেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ