লক্ষ্মীপুর জেলাতে “বিসমিল্লাহ ব্রিকফিল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা |
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে রাস্তা নষ্ট ও কাঠ পোড়ানোর অপরাধে “বিসমিল্লাহ ব্রিকফিল্ড’ নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার ইটভাটাটিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।
তিনি বলেন, ইটভাটায় মাটি আনা-নেওয়া করায় আশেপাশের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। রাস্তার মধ্যে মাটি পড়ে থাকায় কাদার সৃষ্টি হয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি।
এই ছাড়া এখানে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হয়। তাই সকালে গিয়ে সেখানে অভিযান চালাই। রাস্তা নষ্ট ও লাকড়ি ব্যবহারের অপরাধে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোহেল হোসেন/nmW