লক্ষ্মীপুরের ‘বিএনপি হলো মা-ছেলের সমিতি’ সংসদে এমপি নয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ২৪, ২০২২

লক্ষ্মীপুরের ‘বিএনপি হলো মা-ছেলের সমিতি’ সংসদে এমপি নয়ন

লক্ষ্মীপুরের ‘বিএনপি হলো মা-ছেলের সমিতি’ সংসদে এমপি নয়ন
 লক্ষ্মীপুরের ‘বিএনপি হলো মা-ছেলের সমিতি’ সংসদে এমপি নয়ন


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

 লক্ষ্মীপুর- রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিএনপি নেতা ওবায়দুর রহমানের সহধর্মিনী; তিনি বলেছিলেন, এই বিএনপি হলো মা-ছেলের সমিতি। অর্থাৎ কখনো তারা স্বাধীনতার বিরোধী সমিতি, কখনো মা-ছেলের সমিতি। রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন ও প্রস্তাব আলোচনা বিষয়ে এসব কথা বলেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সংসদের শুরুতে স্পিকারকে ধন্যবাদ জানান তিনি। আলোচ্য বিষয় অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের প্রশংসা করেন এমপি নয়ন।


এই সময় এমপি নয়ন আরো বলেন, দুর্নীতিতে যখন তারা নিমজ্জিত হয়েছিল; যখন হাওয়া ভবন, খোয়াবন সৃষ্টি করে রাজনৈতিক পথকে কলুষিত করেছিল; রাজনীতিকে কলঙ্কিত করেছিল, সরকারের কেভিনেটের ডিশিসনের আগে হাওয়া ভবনে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতো। এমনি ধরনের একটি নষ্ট এবং ভ্রষ্ট রাজনীতির জনক যখন তারা হয়েছিল; সেই বিএনপির কাছে আমরা যখন রাজনীতির কথা শুনি, গণতন্ত্রের কথা শুনি, আদর্শের কথা শুনি, উন্নয়নের কথা শুনি, তখন আমাদের আসলেই কষ্ট লাগে।




Post Top Ad

Responsive Ads Here