আক্কেলপুরে ২৪ ঘন্টায় ৯ জন করোনায় আক্রান্ত |
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটের আক্কেলপুরে ২৪ ঘন্টায় অর্ধশতাধিক ব্যক্তির র্যাপিড এন্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাস রোগে এ আক্রান্ত হয়েছেন ৯ জন। অবাধ চলাফেরায় ব্যস্ত জনসাধারণ। সোমবার সকালে শহরের কলেজ বাজার গিয়ে দেখা যায় মানুষজনরা মুখে মাস্ক না পরে জনসম্মুখে চলাফেরা করছে মানছে কোন নিষেধাজ্ঞা।
উপজেলার মানুষের মাঝে নেই কোন স্বাস্থ্য সচেতনতা। হাট বাজারগুলোতে জনসাধারনরা গাদাগাদি করে চলাফেরা করছে। করোনা ভাইরাস সংক্রমনের হার বৃদ্ধি পেলেও নেই তাদের মধ্যে কোন সচেতনতা। গত ২১ জানুয়ারী সরকারীভাবে করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি বিষয়ে বিধি নিষেধ আরোপ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসান এবং তার পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হলেও জনগণের মধ্যে তার কোন প্রভাব পরিলক্ষিত করা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গতকাল রোববার সারাদিন করোনা ভাইরাস শনাক্ত করতে ৫৯ জন মানুষের এন্টিজেন পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ৯জনের শরীরে সংক্রমন শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে লকডাউন করেছেন। সেই সাথে পুর্বে যারা লকডাউনে রয়েছেন তাদের বিষয়ে খোঁজখবর রাখছেন উপজেলাস নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা।
চলতি মাসে প্রায় দু’শত জন এন্টিজেন পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমন শনাক্ত হয়েছে।