আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন বিতরণ ও দোয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারী ২৫, ২০২২

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন বিতরণ ও দোয়া

 

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন বিতরণ ও দোয়া
আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন বিতরণ ও দোয়া



আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন 'হৃদয়ে আলফাডাঙ্গা' এর আয়োজনে সময়ের শ্রেষ্ঠ সন্তান মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় পৌরসভার হিদাডাঙ্গা গোরস্থান হাফেজিয়া নূরানী ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এসব বিতরণ করা হয়। পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাফিজুর রহমান।


জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী এই সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা। গত চার বছর ধরে সংগঠনটি আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সংগঠনটি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন।


এসব বিতরণকালে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তারিকুল ইসলাম তৌকির,  এইচ এম মামুন, মেহেদী হাসান, এম টি মেহেদী, শামীম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।


এবিষয়ে সংগঠনটির সদস্যরা জানান, 'পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কোরআন আল্লাহ্‌র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কোরআন পাঠ সর্বাধিক উত্তম। তাই পবিত্র কোরআনের বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে চাহিদা অনুসারে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আমাদের সংগঠনের পক্ষ হতে পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।'

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here