শীতের কুয়াশাছন্নতায় জয়পুরহাটের ক্ষেতলালে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২২, ২০২২

শীতের কুয়াশাছন্নতায় জয়পুরহাটের ক্ষেতলালে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২

শীতের কুয়াশাছন্নতায় জয়পুরহাটের ক্ষেতলালে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২
 শীতের কুয়াশাছন্নতায় জয়পুরহাটের ক্ষেতলালে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-২


নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাসও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৬) নামের একজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন একজন পিকআপ ভ্যনের হেলপার৷  


শনিবার (২২ জানুয়ারি) সকাল সারে ৮ টায় হিলি জয়পুরহাট থেকে ছেরে আসা হানিফ পরিবহন বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ 


 নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্থাপুর উপজেলার  শ্রী বিশ্বনাতের ছেলে  (৩৮)শ্রী মনোরঞ্জন মৃত্য নাজিমদ্দীন চৌধরির ছেল (৩৬) মাছুদ রানা৷  


 জয়পুরহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ- সহকারি পরিচালক শওকত আলী জোয়দ্দার ঘটনার স্থলে সাংবাদিকদের বলেন,হিলি থেকে ছেরে আসা একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অপর দিকে মোকামতলা থেকে মাছ বিক্রি করে ওই পিকাআপ জয়পুরহাটের দিকে আসছিলো পথমধ্যে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী। স্থানিয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রী মনোরঞ্জনের অবস্থা আসংঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফাট করিলে পৌছার পৃর্বে তিনিও মারা জান৷  


নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধারসহ মাছ বিক্রয়ের ৯৩ নব্বই হাজার ৫৩২ টাকা ক্ষেতলাল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান শওকত আলী জোয়াদ্দার।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল এ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।




Post Top Ad

Responsive Ads Here