ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদকঃ
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা যাওয়ার পথে নৌকায় অন্তত সাত বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। দ্বীপের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজিও মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন যে জাহাজে থাকার সময় তারা ঠান্ডায় মারা গেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কোস্টগার্ড রাতে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পিওনি দ্বীপ থেকে প্রায় 18 মাইল দূরে নৌকাটিকে দেখতে পায়। পরে তারা উদ্ধার অভিযান চালায়।
প্রসিকিউটররা বলেছেন, অবৈধ অভিবাসনে উসকানি ও হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
ল্যাম্পেদুসার মেয়র সালভাতোর মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোর্ডে 260 জন অভিবাসী ছিলেন। তাদের বেশিরভাগই এসেছেন বাংলাদেশ ও মিশর থেকে।
হাজার হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের ইউরোপে প্রবেশের জন্য ইতালি একটি গুরুত্বপূর্ণ পথ। গত কয়েক মাসে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সংখ্যা বেড়েছে।
24 জানুয়ারি পর্যন্ত, 1,851 অভিবাসী ইতালীয় বন্দরে অবতরণ করেছিল, ইতালীয় সরকার অনুসারে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ