করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী সভা

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী সভা
 করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী সভা


রাত ৮টা থেকে সকল দোকান পাট বন্ধ ও পর্যটন স্পষ্টগুলোতে

অর্ধেক সংখ্যাক পর্যটকসহ মাক্স পড়া নির্দেশ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি রেড জোনের আওতায় আসায় করোনা সংক্রমণ রোধে রাঙ্গামাটির বেশকিছু  সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রাত ৮টার মধ্যে সকল দোকান পাট বন্ধ, পর্যটন স্পষ্ট গুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক সংখক পর্যটক ও মাক্স নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


রেড জোনে থাকা রাঙ্গামাটি জেলার করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় নির্ধারনে জেলা করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 


রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদদাছছের হোসেন, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা প্রমূখ।


সম্প্রতি রাঙ্গামাটি জেলা করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক ১১দফা নিয়ম মানার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।


পরে রাঙ্গামাটির প্রধান তিনটি বাজারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে নেতৃত্বে প্রচারণা চালানো হয়।




Post Top Ad

Responsive Ads Here