চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত ২৩৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত ২৩৯


 

জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রামে নতুন করে আরও ২৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীতে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ১২ দশমিক ২৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।



আজ শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২১৮ জন মহানগর এলাকার ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  


এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৮৩২ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৯৫ জন।



এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


Post Top Ad

Responsive Ads Here