সান্তাহারে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

সান্তাহারে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

সান্তাহারে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

সান্তাহারে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত




 নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নাটোর সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মিরাজুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার খাকছড়া গ্রামের মতিবর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনে কর্মরত ছিলেন।


 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদমদীঘির ছাতনী ঢেকরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জালাল উদ্দিন।


জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনজিও কর্মী মিরাজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ওই সড়কে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। আদমদীঘির ছাতনী ঢেকরা মোড়ের কাছে পৌঁছালে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মিরাজুল ইসলাম পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here