নিজস্ব প্রতিবেদকঃ
প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান শুরু হতে যাচ্ছে। এ বছর থেকে প্রতিবারই পদক দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। আহকাম উল্লাহ।
আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব'। 'জাগো জন্মের স্বর্ণযুগে, সম্প্রীতির কণ্ঠে, ঘরে ঘরে বাবার ডাকে' স্লোগানে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে।
এ বিষয়ে আহকাম উল্লাহ বলেন, স্থানীয় পর্যায় থেকে অনলাইন সংগঠনে জেলা পর্যায়ের আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। স্থানীয় সংগঠনের অংশগ্রহণে ৬৪টি জেলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের মাধ্যমে আবৃত্তি উৎসবের উদ্বোধন ও পদক প্রদান করবেন।
এ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মো. দীপু মনি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ