'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' চালু করা হচ্ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' চালু করা হচ্ছে

'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' চালু করা হচ্ছে




 নিজস্ব প্রতিবেদকঃ

প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান শুরু হতে যাচ্ছে। এ বছর থেকে প্রতিবারই পদক দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। আহকাম উল্লাহ।



আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব'। 'জাগো জন্মের স্বর্ণযুগে, সম্প্রীতির কণ্ঠে, ঘরে ঘরে বাবার ডাকে' স্লোগানে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে।


এ বিষয়ে আহকাম উল্লাহ বলেন, স্থানীয় পর্যায় থেকে অনলাইন সংগঠনে জেলা পর্যায়ের আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। স্থানীয় সংগঠনের অংশগ্রহণে ৬৪টি জেলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের মাধ্যমে আবৃত্তি উৎসবের উদ্বোধন ও পদক প্রদান করবেন।


এ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মো. দীপু মনি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here