কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু
কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু 




কাজী শামীম কাতারঃ

শুরু হয়েছে ক্রীড়া প্রেমীদের আকর্ষণীয় টুর্নামেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ এর প্রথম দাপ, টিকেট বিক্রয়। বহুল প্রতীক্ষিত যাত্রা শুরু হয়েছে গত বুধবার (১৯ জানুয়ারি) থেকে, এই বিক্রির কার্যক্রম শুরু করেছে ফিফা। 


আগামী ৮ ফেব্রুয়ারী পর্যন্ত প্রথম দাপে আলোচিত ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের টিকেট কেনার সুযোগ পাবেন ফুটবল প্রেমীরা। 


ফিফা তার ওয়েবসাইটে,শুরুতে মোট তিন ধরনের টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে। 

প্রথমত ৪ টি স্টেডিয়ামে চারটি ম্যাচ দেখার প্যাকেজ। এছাড়া আলাদা একটি করে ম্যাচের টিকেট এবং পছন্দের দলের সবগুলো খেলার টিকেট। 

টিকেটের সর্বনিম্ন দাম ৪০ কাতারি রিয়াল এছাড়া সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার ২৫০ কাতারি রিয়াল। তবে উদ্বোধনী ম্যাচে সর্বনিম্ন টিকেটের দাম ২০০ কাতারি রিয়াল। এছাড়াও সেমিফাইনাল ম্যাচের টিকেট সর্বনিম্ন মূল্য ৫০০ কাতারি রিয়াল এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার ৪৮০ কাতারি রিয়াল। এদিকে ফাইনাল ম্যাচের টিকেট এর সর্বোচ্চ মূল্য ৫ হাজার ৮৫০ কাতারি রিয়াল এবং সর্বনিম্ন মূল্য ৭৫০ কাতারি রিয়াল। আয়োজক দেশ হিসেবে কাতারে বসবাসরত অভিবাসীরা সর্বনিম্ন মূল্যে খেলা দেখার সুযোগ পাবেন। 


একজন দর্শক একটি ম্যাচে ৬ জনের জন্য টিকেট কিনতে পারবেন। তবে পুরো বিশ্বকাপের সব খেলা মিলিয়ে ৬০ টির বেশি টিকেট কেনা যাবেনা। এখন থেকে টিকেটের জন্য আবেদন করার পর টিকেট পাওয়া যাবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। টিকেট কেনার জন্য প্রথমে ফিফা ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে একাউন্ট তৈরি করতে হবে পরে আবেদন করা যাবে। টিকিটের জন্য আবেদন শেষে ড্র এর মাধ্যমে  নির্ধারিত হবে টিকিট-ভাগ্য। তবে বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here