বোয়ালমারীতে গাঁজার গাছ উদ্ধার আটক ২ |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মিলু শেখ (২৮) ও দাদপুর ইউনিয়নের রাঙ্গা মুলারকান্দি গ্রাম থেকে ১টি গাঁজার গাছ সহ ফারুক মোল্লাকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।
আটকের ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মাদক মামলা করেছে।
থানা সূত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে শেখর হরশিদের বাড়ির পূর্ব পাশ থেকে শেখর গ্রামের মিলু শেখকে (২৮) ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে রাঙ্গামুলারকান্দি গ্রামের ফারুক মোল্লাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বাড়ির বাথরুমের পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করেন পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় এস আই হাফিজুর রহমান ও এ এসআই আজিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদক ও গাঁজার গাছসহ দুজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ