নিজস্ব প্রতিবেদকঃ
দেশে একদিনে করোনাভাইরাস মহামারীতে শনাক্তের সংখ্যা ১০ হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে 26,160 এবং মোট আক্রান্তের সংখ্যা 16,53,162-এ দাঁড়িয়েছে।
এর আগে বুধবার ১২ জনের মৃত্যু হয়। 9,500 জনকে চিহ্নিত করা হয়েছে। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েছে। গতকাল, সনাক্তকরণের হার ছিল 25.11 শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন> বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৩৬ শনাক্ত হয়েছে
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৫৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।
গত 24 ঘন্টায়, সংগ্রহ করা 40,797 নমুনার বিপরীতে 41,292টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে, সনাক্তকরণের হার ছিল 26.38 শতাংশ। যেখানে মোট শনাক্তকরণের হার ১৩.৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা এবং বাকি দুইজন চট্টগ্রামের বাসিন্দা।
২০২০ সালের ৬ মার্চ দেশে একজন করোনা রোগী শনাক্ত হয়। 18 মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। যদিও সেই বছরের পরে সংক্রমণ এবং মৃত্যু কিছুটা কমেছে, ডেল্টা ভেরিয়েন্টটি এপ্রিল 2021 থেকে পুরোদমে চলছে। তবে, 2022 এর শুরুতে, ওমিক্রন ভেরিয়েন্ট আবার কাঁদতে শুরু করে। সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ