ফাইল ফটো |
নিজস্ব প্রতিবেদকঃ
৪৩তম বিসিএসের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছে ১৫ হাজার ২২৯ জন।
পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জরুরি বৈঠক ডেকেছেন পিএসসি চেয়ারম্যান। সভা শেষে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: কীভাবে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে হয়
গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
৪৩তম বিসিএসের আবেদনের সময় তা কয়েক পয়েন্ট বাড়িয়েছে পিএসসি। আবেদন জমা পড়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ায় তিন দফায় সময় বাড়ানো হয়।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৬৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমস বিভাগে ১৪ জন এবং সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন।
প্রকাশিত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল দেখতে এই <<<লিংকে>>> ক্লিক করুন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ