শেরপুরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নানা আয়োজন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

শেরপুরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নানা আয়োজন | সময় সংবাদ

শেরপুরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নানা আয়োজন | সময় সংবাদ


আল আমিন,শেরপুর প্রতিনিধি:

শেরপুরে র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে সকালে এ উপল‌ক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেষ হয়। পরে ইনডোর স্টেডিয়ামে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শিত হয়।


অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদসহ সরকারি বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here