দোয়ারাবাজারে কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্রাহককে হামলা ও মারধর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

দোয়ারাবাজারে কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্রাহককে হামলা ও মারধর | সময় সংবাদ

দোয়ারাবাজারে কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্রাহককে হামলা ও মারধর | সময় সংবাদ


দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিস্তি টাকা দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের ম্যানেজারের নেতৃত্বে গ্রাহকের উপর হামলা ও মারধরের অভিযোগ ওঠেছে। সম্প্রতি উপজেলার বাংলাবাজার এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার 'বাংলাবাজার কৃষিবিপণি'র স্বত্বাধিকারী শুক্কুর আলী ব্র্যাকের স্থানীয় অফিস থেকে ঋণ গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত তিনি কিস্তি পরিশোধ করেও আসছেন। সম্প্রতি তিনি কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের সিও ওয়ারিছ আলী তাঁর অফিসের লোকজন নিয়ে এসে দোকান ঘরে ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখেন এবং কিস্তি না দিয়ে বের হতে পারেন না বলে হুমকি দেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে ব্র্যাকের লোকজন ব্যবসায়ী শুক্কুর আলীর উপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের তাণ্ডব চালান। ঘটনা জানাজানি হলে বাজারের লোকজন ব্র্যাকের লোকজনের উপর ক্ষিপ্ত হন এবং পাল্টা ধাওয়া করলে তাঁরা নিরাপদ আশ্রয়ে চলে যান।


বাংলাবাজার কৃষিবিপণির স্বত্বাধিকারী শুক্কুর আলী জানান, মাসিক কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাকের ম্যানেজারসহ ৪/৫ জন আমার দেকানে এসে হামলা চালান। একপর্যায়ে তারা আমার গায়ে হাত তোলেন এবং দোকানের মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। পরে স্থানীয় ব্যবসয়ীরা ক্ষিপ্ত হলে তারা ঘা ঢাকা দেন। ইতোপূর্বে কিস্তি দিতে বিলম্ব হওয়ায় ব্র্যাক অফিসের লোকজন  আমার কাছ থেকে ৩০ হাজার টাকার চেক নেন। পরে চেকে টাকা উত্তোলন না করে নগদ টাকা কিস্তি জমা নেন। কিন্তু তাঁরা আমার চেক আর ফিরিয়ে দেননি। 


বাংলাবাজার ব্র্যাক অফিসের সিও ওয়ারিছ আলী বলেন, কোন মাসেই তিনি সময়মত কিস্তি পরিশোধ করতে পারেননি। কিস্তির সময় আসলেই গড়িমসি করেন। মার্চ মাসের ২৮ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করার কথা থাকলে আমরা তার দোকানে গিয়ে কিস্তি চাইলে তিনি আমাদের উপর ক্ষেপে যান এবং মারধর করতে উদ্যোত হন। পরে স্থানীয় লোকজন ও তাঁর আত্মীয়-স্বজন আমাদের মারধর করার চেষ্টা করে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।


Post Top Ad

Responsive Ads Here