গণিতে ভাল ফল করায় দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২

গণিতে ভাল ফল করায় দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

 



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৯ম বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো। 



মঙ্গলবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহরস্থ আদি ভবনে ২০১৮ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন তুহিন মন্ডল। ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন তানজিনা আক্তার।



গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, এ, এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান প্রমুখ। কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেয়া হয়ে আসছে। 

Post Top Ad

Responsive Ads Here