শেরপুরে শিক্ষার্থী কে গনধর্ষন,প্রভাষক সহ দুই জন গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০১, ২০২২

শেরপুরে শিক্ষার্থী কে গনধর্ষন,প্রভাষক সহ দুই জন গ্রেফতার | সময় সংবাদ

শেরপুরে শিক্ষার্থী কে গনধর্ষন,প্রভাষক সহ দুই জন গ্রেফতার | সময় সংবাদ


আল আমিন জেলা প্রতিনিধি শেরপুর:

শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে। কলেজের প্রভাষক সেই ছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে।  এই অভিযোগে কলেজ শিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


গ্রেপ্তার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।


পুলিশ জানায়, ওই কলেজ ছাত্রীকে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নিয়ে এসে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ এ ফোন করলে রাতেই কলেজ শিক্ষককে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করে সদর থানা পুলিশ। মামলার আরেক পলাতক আসামী আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানান, ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করি এবং ভুক্তভোগী ও অভিযুক্তদের ডাক্তারী পরীক্ষার জন্য ব্যবস্থা করি।


Post Top Ad

Responsive Ads Here