দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আদমদীঘিতে বিএনপি‘র প্রতীকী অনশন | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১মার্চ) দুপুরে আদমদীঘি বাসট্যান্ড বাঁশহাটির পাশে প্রতীকী অনশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ আহমেদ, সুপার ফাইভ সদস্য রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, বুলবুল ফারুক, মাহফুজুল হক টিকন, লিখন খান, মিজানুর রহমান, মিনহাজুল ইসলাম, জুয়েল রানা, শাকিব, রানা, মিজানুর রহমান, ফরিদ সরকার, বাবলু তালুকদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। অনশন বিরতিতে উপজেলা শ্রমিক দলের আয়োজনে খাবার পানি বিতরণ করা হয়।