![]() |
আদমদীঘির মাসিক সমন্বয় ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক সমন্বয় ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুরে আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সালমা বেগম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলাম,সাংবাদিক মিহির সরকার, এসআই প্রদীপ কুমার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, আব্দুস ছালাম, সমবায় অফিসার আব্দুস ছালাম প্রমূখ। সভায় আসন্ন পবিত্র রমজান মাসে পবিত্রতা বজায় রাখার আহবান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরো সচেতন হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।