মেঘনা নদীতে ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌকাবাইচ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ০১, ২০২২

মেঘনা নদীতে ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌকাবাইচ | সময় সংবাদ

মেঘনা নদীতে ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌকাবাইচ | সময় সংবাদ


সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মেঘনা নদীতে ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার ৩১/০৩/২২ইং বিকেলে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মেঘনা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই আয়োজন করে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের উৎসাহ দিতে এই আয়োজন করা হয়। নানা রঙ্গের পোষাকে ৩৫ টি নৌকার অংশগ্রহণে লক্ষ্মীপুরে এটিই প্রথম নৌকাবাইচ।


কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ অনেকে। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে বিপুলসংখ্যক মানুষ নদীপাড়ে ভীড় জমায়।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, মার্চ-এপ্রিল দুই মাস রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০একশত কিলোমিটার মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এরমধ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এ লক্ষ্যে জেলেদেরকে উৎসাহ দিতে নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে ৩৫ টি নৌকা নিয়ে জেলেরা দলবেঁধে অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে তিনটি এলইডি টেলিভিশন এবং অংশগ্রহণকারী বাকিদেরও পুরস্কার দেওয়া হয়।


লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, জাটকা সংরক্ষণে নৌকা বাইচ প্রতিযোগীতা দারুণ আয়োজন। নদীতে ইলিশ বৃদ্ধিতে এটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। পাশাপাশি নৌকার বাইচ বাঙলার ঐতিহ্য। এই অঞ্চলে এটি সচরাচর দেখা যায় না। ভবিষ্যতেও এমন আয়োজন জেলেরা ও নদী এলাকার মানুষজন উপভোগ করবে।




Post Top Ad

Responsive Ads Here