![]() |
বেলকুচিতে স্বামী হত্যা মামলায় স্ত্রী সহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার | সময় সংবাদ |
উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত মোন্নাফ শেখ (৪৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতার করেছেন থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তার ভিক্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে গ্রেফতার করে।
এসময় এক আসামীর কাছ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মোন্নাফের স্ত্রী কোহিনুর ও রাজাপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে আলমগীর শেখ (৩৩)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন স্বাক্ষরিত বেলকুচি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গত ২১শে মার্চ রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের, রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে মোন্নাফ শেখ কে নিজ ঘরে ছুরিঘাতে হত্যা করা হয়।