![]() |
দোয়ারাবাজারে প্রধান মন্ত্রীর ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিলেন জেলা মো. প্রশাসক জাহাঙ্গীর হোসেন,, |
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজ খলা ও তেগাংগা গ্রামে পানিবন্দী ৫৬ টা পরিবারকে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষের মধ্যে প্রধান মন্ত্রীর ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোয়ারাবাজার ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তাজির উদ্দিন, ইউপি সদস্য মো. ভুট্টো মিয়া, ভুমি অফিসের সার্ভেয়ার রিপন চাকমা আওয়ামীলীগ নেতা রহমত আলী প্রমুখ।