![]() |
নোয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন |
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে শনিবার (২১ মে) বিকেলে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত দেলোয়ার হোসেন (৪৫) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে এবং তাকে লাঠি দিয়ে আঘাতকারী আবদুল হাই মাষ্টার (৩৭) তার আপন ছোট ভাই।
জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই আবদুল হাই মাষ্টার। এসময় মাথা ফেটে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে মাইজদী গুডহিল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।