মোঃ মুকাররিবুর রহমান শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারি (ফরিদপুর) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে আয়োজিত শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক প্রতিযোগিতায় বোয়ালমারী পৌর সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এর ইসলামী স্টাডিজ বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মুকাররিবুর রহমান বোয়ালমারী উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে ২০০৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।
তিনি কলেজের বিভিন্ন কর্মকান্ডে অত্যন্ত দক্ষতার ছাপ রেখেছেন।
তিনি বোয়ালমারী উপজেলার বাইখীর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান।
তিনি স্বাধীনতার স্বপক্ষের, প্রগতিশীল মুক্ত চিন্তা চেতনার আধুনিক ভাবাপন্ন একজন ব্যক্তিত্ব।
কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, নির্বাচকমণ্ডলী একজন যোগ্যতম ব্যক্তিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনয়ন দিয়েছেন। একজন আদর্শ শিক্ষক হতে যতগুলি গুণ থাকা প্রয়োজন, তার সবগুলোই তার মধ্যে বিদ্যমান। তার দায়িত্ববোধ ও কর্তব্য পালনে আমি মুগ্ধ। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।