বঙ্গোপসাগরে ১৬০০ টন গম নিয়ে জাহাজ ডুবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, May 19, 2022

বঙ্গোপসাগরে ১৬০০ টন গম নিয়ে জাহাজ ডুবি

 

বঙ্গোপসাগরে ১৬০০ টন গম নিয়ে জাহাজ ডুবি 

লক্ষ্মীপুর  প্রতিনিধি 


৬ কোটি ৬৪ লাখ টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। বুধবার বিকেল ৩টার দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায়।


গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বলে জানা গেছে। 


এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।


সমতার কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। এ সময় ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে অপর একটি জাহাজ। 






No comments: