নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারধর, ছেলের কারাদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২১, ২০২২

নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারধর, ছেলের কারাদণ্ড

 

নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারধর, ছেলের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি 


হবিগঞ্জের নবীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারধর করার অভিযোগে মানিক মিয়া নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেয়। মানিক মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল হায়দরঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে।


সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, মানিক মিয়া নামে ওই যুবক তার মা-বাবাকে নেশাগ্রস্ত হয়ে প্রায়ই মারধর করে। এছাড়া এলাকার জনসাধারণের সঙ্গে অসংলগ্ন অশুভ আচরণ করে। এরই প্রেক্ষিতে তার মা-বাবা বিরক্ত হয়ে একটি অভিযোগ করে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ।




Post Top Ad

Responsive Ads Here