কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২১, ২০২২

কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

 

কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি 


শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ডিসেম্বরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাইলিং ও দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হবে। এতে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।


শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, এ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছি। বিভিন্ন কারণে কিছুটা থেমে থাকলেও এখন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ পার্ককে ঘিরে মুন্সীগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে। একে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।


এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, উপ-সচিব হারুন অর রশিদ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ইউএনও মো. শরীফুল আলম তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।


২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী, কামাড়কান্দা ও চিত্রকোট এলাকায় ৩০৮ একর জমিতে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর ব্যয় ধরা হয় ১ হাজার ৩ কোটি টাকা। ২০২১ সালে জমি ভরাটের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেপ্টেম্বরের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হলে ডিসেম্বরের মধ্যে পাইলিং ও দেয়াল নির্মাণ কাজ শেষ হবে। 





Post Top Ad

Responsive Ads Here