যেসব এলাকায় তিন দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২২, ২০২২

যেসব এলাকায় তিন দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

 

যেসব এলাকায় তিন দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বগুড়া প্রতিনিধি 


বগুড়ায় আগামীকাল সোমবার সকাল থেকে বুধবার রাত আটটা পর্যন্ত তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বগুড়া সদরের তিনমাথা (পুরান বগুড়া) থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাস লাইন মেরামতের কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধু তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত গ্যাস লাইনের আওতায় থাকা এলাকাগুলোতে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।


রোববার দুপুরে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়ার নর্থ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. বরকত হোসেন মোল্লা।


তিনি জানান, বগুড়া সদরের পুরান বগুড়া, কামারগাড়ী, বাদুরতলা, চকসূত্রাপুর, নামাজগড়, উপশহর, শহীদ তারেক রোড, নিশিন্দারা, বারপুর, ধরমপুর, সুলতানগঞ্জপাড়া, মাটিডালি, হাকির মোড় ও জহুরুলনগর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


প্রকৌশলী মো. বরকত হোসেন মোল্লা আরো জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। একারণে দুঃখ প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই গ্যাস সংযোগ চালু করার প্রচেষ্টা থাকবে। 






Post Top Ad

Responsive Ads Here